বীরভূম, ১১ অক্টোবর, (হি.স.) : বুধবার সকাল সকাল রেল অবরোধ। আর তার জেরে রীতিমতো নাকাল হলেন নিত্যযাত্রীরা। এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল বাড়ানোর দাবিতে বীরভূমের সাঁইথিয়া থানার বাতাসপুর স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা।
সাঁইথিয়া থানার বাতাসপুর স্টেশনে নিত্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। তার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন। সকাল ১০টা থেকে বাতাসপুর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। এই সময়টা বহু মানুষই কর্মস্থলে যান। অবরোধের জেরে সমস্যায় পড়েন তাঁরা অনেকেই।
অবরোধের জেরে বাতাসপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে বর্ধমান-তিনপাহাড় লোকাল । এছাড়া সাঁইথিয়া ও বাতাসপুর স্টেশনের মাঝে আটকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস। যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। একে গরম, তার উপর গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ার দুশ্চিন্তা, সব মিলিয়ে অসন্তুষ্ট হন অনেকে।
বিক্ষোভকারীদের দাবি, সাহেবগঞ্জ লুপ প্যাসেঞ্জার লাইনে একাধিক এক্সপ্রেস ট্রেন গেলেও, বাতাসপুরে কোনও স্টপেজ নেই। ফলে স্থানীয়দের আমোদপুর বা সাঁইথিয়া স্টেশনে নেমে বাতাসপুরে আসতে হয়। ফলে সময় অনেকটাই বেশি লেগে যায়। বাতাসপুর থেকে বহু যাত্রীই ট্রেনে যাতায়াত করেন। কিন্তু এলাকায় স্টেশন থাকা সত্ত্বেও তাঁরা ট্রেন ধরতে পারেন না। কারণ একাধিক এক্সপ্রেস ট্রেন সেখানে থামে না। এর জেরে সমস্যায় পড়েন স্থানীয়রা। তাই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল ট্রেন বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা ।

