নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : দিল্লি হাইকোর্টে ফের পিছোল গরুপাচার মামলার শুনানি। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে শুনানি পিছোল। আদালত সূত্রে জানা গিয়েছে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অন্য একটি মামলায় ব্যস্ত রয়েছে। আরও সময় চেয়েছেন তিনি। সেই মর্মে আদালেত আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পরই মামলার শুনানি পিছিয়ে যায়। অনুব্রতকে নিয়ে পরবর্তী শুনানি আগামী ১৮ অক্টোবর।
অনুব্রতর এবারের পুজোও জেলে কাটবে বলেই আশঙ্কা দেখা দিয়েছে তাঁর অনুগামীদের মনে। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও পুজোর সময় জেলেই থাকতে চলেছেন। সুপ্রিম কোর্টে অনুব্রত-কন্যা সুকন্যার জামিনের আবেদনের শুনানি চার মাস পিছিয়ে গিয়েছে। অর্থাৎ এবছরের পুজোটা তিহাড় জেলের ছ’নম্বর সেলেই কাটাতে হবে তাঁকে।