পিএফআই সংক্রান্ত মামলায় লখনউ সহ পাঁচটি জেলায় এনআইএ-র অভিযান

লখনউ, ১১ অক্টোবর (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা বুধবার লখনউ সহ পাঁচটি জেলায় অভিযান চালায়। পিএফআই সংক্রান্ত মামলায় এনআইএ-এর দল লখনউ সহ পাঁচটি জেলায় অভিযান চালায়। বুধবার সকাল থেকেই অব্যাহত রয়েছে এই অভিযান। এই অভিযানের দরুণ বিশেষ ফোর্সও মোতায়েন করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এনআইএ-এর দল লখনউয়ের মাদেগঞ্জের পাকারিয়া এলাকায় অভিযান চালিয়েছে।

একই এলাকার তিনটি বাড়িতে এই অভিযান চালানো হয়েছে। এনআইএ দলের সঙ্গে প্যারা মিলিটারি ফোর্স এবং মহিলা পুলিশকর্মীরা এই অভিযানকার্যে উপস্থিত রয়েছেন। ডাঃ খাজা, মাস্টার শামীম ও মাওলানা জামিল নামক তিনজনকে এআইএ গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য মাদেগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *