নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বুধবার ভারত সফররত তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দুজনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি সামিয়া সুলুহু ক্ষমতাসীন দল সিসিএম-এর অধ্যক্ষ পদেও রয়েছেন।
বুধবার জে পি নাড্ডা সোশ্যাল মিডিয়া এক্স-এ লেখেন, তাদের দুজনের মধ্যে বৈঠকে রাজনৈতিক দলের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই দলের মধ্যে যোগাযোগের লক্ষ্যে ভবিষ্যতের বিভিন্ন পদক্ষেপ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। উল্লেখ্য, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ৮ অক্টোবর থেকে তিন দিনের ভারত সফরে আসছেন।