নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ অক্টোবর: উন্মত্ত সারমেয় – এর তাণ্ডবে দিশেহারা সাধারন মানুষ। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সাধারন মানুষ ভয়ে রাস্তায় বেরোতে দ্বিধাবোধ করছে। জানা গেছে , এই পর্যন্ত পরপর পাঁচজনকে কামড়েছে একটি উন্মত্ত সারমেয়। তাতে শহরজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। একটি কুকুর একে একে ৫জনকে কামড়ে রক্তাক্ত করার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে আতঙ্কিত সাধারন মানুষ। ঘটনার পর তাদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা বেগতিক দেখে হাসপাতালের ডাক্তার তাদের কিছুক্ষণের মধ্যেই জিবিপি হাসপাতালে রেফার করেছেন। পরিবারের তরফ থেকে জানা গেছে তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সারমেয়টিকে চিনহিত করে যেন নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে সাধারন মানুষকে ভয় মুক্ত করা যায় তার চেষ্টা চলছে।