প্রধানমন্ত্রীর আশীর্বাদে মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে : শিবরাজ

ঋষিকেশ, ১১ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদে মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন উত্তরাখণ্ডের ঋষিকেশ-যোগা শহরে পরিবারকে সঙ্গে নিয়ে সাধুদের থেকে আশীর্বাদ নেন। এরপর তিনি গঙ্গার তীরে নির্জনে ধ্যান করেন।

মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর তিনি, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে উত্তরাখণ্ড সফরে এসেছিলেন। সাধুদের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি তিনি দুদিন ধরে ধ্যানও করেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতকে গৌরবময় ও সমৃদ্ধ করার মহাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই মহাযজ্ঞ সফলতা পাবে। মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, যার কোনও বিকল্প নেই। তিনি আরও জানান, বিজেপির কোটি কোটি কর্মীর মতো তিনিও মধ্যপ্রদেশের মানুষের সেবায় নিয়োজিত। তাঁর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোটি কোটি কর্মীও দেশ গড়ার লক্ষ্যে নিজেদের নিয়োজিত করবে বলেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *