চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলের সুদৃশ্য ট্রফি ও প্রাইজমানি প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উমাকান্ত মিনি স্টেডিয়ামেই। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া গ্রুপ চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন তথা সুপার ডিভিশন লিগের অন্তিম ম্যাচের পর মাঠেই এক সংক্ষিপ্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ ও রানার্স আপ  ফরোয়ার্ড ক্লাবকে ট্রফি এবং প্রাইজমানি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, প্রাক্তন ফুটবলার রঞ্জিত ভট্টাচার্য, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পেট্রন রতন সাহা, সভাপতি প্রণব সরকার প্রমূখ উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এদিকে, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে প্রথম ডিভিশন ফুটবল লীগ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট  সবাইকে অর্থাৎ এসোসিয়েশনের সব সম্মানীয় সদস্য,  অংশগ্রহনকারী সমস্ত দল, চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ, রানার্স ফরোয়ার্ড ক্লাব, ত্রিপুরা রেফারি এসোসিয়েশন, সমস্ত মাঠ কর্মী, রাজ্য আরক্ষা দফতর, মেডিক্যাল টিম , প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত ক্রীড়া সাংবাদিক সহ সমস্ত ক্রীড়াপ্রেমী , ফুটবল শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়েছে। ফুটবল প্রেমী কিশলয় ঘোষ, যিনি পুরো ফুটবল মরসুমে মাঠে পানীয় জলের ব্যবস্থা করেছেন, উনাকেও টিএফএ-র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। টিএফএ-র যুগ্ম সচিব তথা এ-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজিং সেক্রেটারি তপন সাহা এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *