নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর : সৈকত তলাপাত্রকে সোমবার সাতদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। অতিরিক্ত দায়রা জজ পশ্চিম ত্রিপুরা, এর আগে, গত ৬ই অক্টোবর ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মার দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে তিনদিনের জেল হেফাজতে প্রেরণ করেছিলেন। বিস্তারিত বলতে গিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, “এই মামলায় অভিযুক্তকে তিনদিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছিল। তাই পুনরায় ৯ই অক্টোবর সোমবার তাকে আবারও আদালতে হাজির করা হয়। আদালত তার পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। দুইপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত তাকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছে এদিন। তবে অন্য একটি মামলায় তাকে আগামী ১২ই অক্টোবর আবার পশ্চিম ত্রিপুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। উল্লেখ্য ওই বিশেষ মামলায় তাকে ১২ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছিল।