কোরবা, ৯ অক্টোবর (হি. স.) : ছত্তিশগড়ের কোরবার সিভিল লাইন থানা এলাকার অন্তর্গত রামপুর বস্তির এক যুবকের দেহ জলে ভাসতে দেখা যায়। সোমবার পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত করছে।
তথ্য অনুযায়ী, পৌর কর্পোরেশনের ৩৩ নং রামপুর বস্তিতে বসবাসকারী বিজয় যাদব নামের এক ব্যক্তি শনিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিজয় যাদবকে খুঁজছিল এবং পরিবারের সদস্যরা ঘটনাটি কোতোয়ালি থানায় জানিয়েছিলেন। নিখোঁজ বিজয়কেও খুঁজছিল কোতোয়ালি থানার পুলিশও।
গ্রামবাসীরা কাটবিতলা তিন কালভার্টের কাছে জলে এক যুবকের দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যরা মৃতদেহটি বিজয় যাদব ওরফে মনুর বলে শনাক্ত করেছেন এবং পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।