লখনউ, ৯ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজ সংস্কারক কাশীরামকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, “কাশীরাম অবহেলিত, বঞ্চিত এবং শোষিতদের কল্যাণে সারাজীবন সংগ্রাম করেছেন। ওনার প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছি।”
বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী জানান, কাশীরাম ছিলেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ। উনি দলিত, বঞ্চিত ও শোষিত সমাজের উন্নতির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন।

