নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : কংগ্রেস অভিযোগ করেছে যে মণিপুরে হিংসা থামার নামই নিচ্ছে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়ই এর জন্য দায়ী।
কংগ্রেস রবিবার এক্স-এ লিখেছে, গত ৫ মাস ধরে মণিপুরে হিংসা জারি রয়েছে। মণিপুরে গত পাঁচ মাসে এই হিংসার কারণে প্রায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে এবং ১১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল শনিবারই মণিপুরে এক মন্ত্রীর বাড়ির কাছে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে মুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলার চেষ্টা হয়েছিল। কংগ্রেস আরও লিখেছে যে, সম্প্রতি রাজ্যের রাজ্যপাল অনুসুইয়া বলেছিলেন যে তিনি যদি হিংসার সময় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে কিছু বলেন তবে বিতর্ক আরও বেশিরকমভাবে হবে।
উল্লেখ্য, মেইতি সম্প্রদায়কে এসটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে মণিপুরে ৩ মে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর এই সমাবেশের আয়োজন করেছিল। সমাবেশের দরুণ মণিপুরে হিংসা আরও বেশিরকমভাবে ছড়িয়ে পড়েছে বলে কংগ্রেস জানায়।