গৃহ শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র, শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : গৃহ শিক্ষকের মারে গুরুতর আহত অষ্টম শ্রেণীর এক ছাত্র। বর্তমানে ছাত্রটি গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রের পরিবারের পক্ষ থেকে ওই গৃহ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, নতুন বাজার সুকান্ত কলোনী এলাকার বাসিন্দা কৃষ্ণ বণিকের ছেলেকে বাড়িতে গিয়ে পড়াশোনা করায় অরবিন্দ কলোনী এলাকার বাসিন্দা তথা গৃহ শিক্ষক প্রসেনজিৎ দেবনাথ। গত এক বছর যাবত সে কৃষ্ণ বণিকের বাড়িতে গিয়ে উনার ছেলেকে পঠন-পাঠন করাচ্ছে। কিন্তু পরিবারের লোকেদের অভিযোগ গৃহশিক্ষক প্রসেনজিৎ দেবনাথ প্রায় সময় ছাত্রকে মারধর করে। ছাত্রের ওপর গৃহ শিক্ষকের শাসনের বিষয়ে কৃষ্ণ বণিকের পরিবারের লোকেরা তেমন কোন আপত্তি জানাতো না। কিন্তু শনিবার সন্ধ্যায় ওই গৃহশিক্ষক অষ্টম শ্রেণীতে পড়ুয়া ওই নাবালক ছাত্রটিকে প্রচন্ডভাবে মারধর করে বলে অভিযোগ। গৃহ শিক্ষকের মারে ছাত্র এতটাই আহত হয় যে তাকে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করাতে হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ওই আহত ছাত্রকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে আহত ছাত্রের পিতা কৃষ্ণ বনিক ওই গৃহ শিক্ষক প্রসেনজিৎ দেবনাথের বিরুদ্ধে স্থানীয় থানায়  মামলা দায়ের করেছে। ওই গৃহ শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি ওই ছাত্রের পরিবারের।