ফের বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ

বাঁকুড়া,৮ অক্টোবর (হি. স.) বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশঃ ছড়িয়ে পড়ছে। জেলা সদর, গঙ্গাজলঘাঁটির পর এবার ছাতনায় সাংসদের ছবিতে কালি, প্রকাশ্যে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ছাতনার একদল বিজেপি কর্মী ও কর্মকর্তা।

আজ সকালে ছাতনা বাইপাস মোড়ে বিজেপি একতা মঞ্চের ব্যনারে একদল কর্মী ও কর্মকর্তা সুভাষ সরকার দূর হঠো শ্লোগান দিয়ে এলাকা সরগরম করে তোলে। তারা সাংসদের ছবিতে কালি লেপে, টায়ার জ্বালিয়ে তাকে ধিক্কার জানায়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ডাঃ শ্যামসুন্দর মন্ডল, পঞ্চায়েতে বিজয়ী বিজেপি সদস্য ও প্রাক্তন মন্ডল সভাপতি অশোক বিদ, অনুপ ঘোষাল, সংখ্যালঘু নেতা শেখ সিরাজ, দেবীদাস চক্রবর্তী, উত্তম চঁন্দ, উত্তম মন্ডল সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি অশোক বিদ বলেন, ২০১৯সালে আমরা সুভাষদাকে জেতাতে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু জেতার পর তিনি সাপের পাঁচ পা দেখছেন। কর্মীদের কোনও পাত্তাই দিচ্ছেন না, একমাত্র যারা তাকে স্যার স্যার করে, তেল মারতে পারে তাদের নিয়ে দল পরিচালনা করছেন, নতুন ছেলেদের বিরুদ্ধে মামলা করেছেন।এরকম চলতে থাকলে দলেরই ক্ষতি হবে। আসলে তিনি রাইপুরের এক দালালের পরামর্শ মতো কাজ করছেন।আমাদের মনে হয় এখানে টাকার লেনদেন রয়েছে।এছাড়াও তৃনমূলের সঙ্গে গটআপ করে বাঁকুড়া র আসন টি তৃনমূল কে উপঢৌকন দিতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *