খুন্তি, ৮ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের খুন্তিতে গাড়ির ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার গভীর রাতে ঝাড়খণ্ডের তোরপা থানা এলাকার খুন্তি-সিমডেগা প্রধান সড়কের মামরালা গ্রামের কাছে।
শনিবার রাতে একটি গাড়ি আচমকাই এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে চাপা দিয়ে চলে যায়। মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মৃত মহিলার নাম রিজান দেবী, বয়স ৫০। ঘটনার খবর পেয়ে তোরপা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেয়।
স্থানীয় বাসিন্দা কালীচরণ জানান, বেশ কয়েকদিন ধরে রিজানের মানসিক অবস্থা ঠিক ছিল না। শনিবার রাতে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায় রিজান। রবিবার মহিলার পরিবার মৃতার খোঁজ করলে প্রথমে খুঁজে পায়নি। পরে মহিলার স্বামী খুন্তি-সিমডেগা প্রধান সড়কের মামরালা গ্রামের কাছে মহিলার মৃতদেহ খুঁজে পায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।