নেশার সমুদ্রে পাহাড়ি এলাকার যুব সমাজ, পুলিশের কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : নেশার সাগরে ভাসছে পাহাড় থেকে সমতল সর্বত্র। এই ভয়ঙ্কর প্রবণতা দূর করা কষ্টকর হয়ে উঠেছে। এজন্য শুধুমাত্র পুলিশ কিংবা সরকার একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। অন্যথায় সমাজব্যবস্থা আরো ভয়ংকর পরিণতির দিকে ধাবিত হবে।
হেজামারা ব্লক এলাকার পাহাড়ী এলাকা বর্তমানে নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দিন থেকে রাত যুবসমাজ নেশায় বিভোর হয়ে প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে নেশার পয়সা জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে যুবক-যুবতীরা। নেশা কারবারীদের লাগাম টানতে রীতিমতো ব্যর্থ পুলিশ। গোটা উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি ছোট্ট রাজ্য ত্রিপুরা প্রতিদিন ড্রাগসের নেশায় বিলীন হয়ে যাচ্ছে। সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়ার পাশাপাশি ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন নেশা সামগ্রী এখন যুব সমাজের হাতের মুঠোয়। হেজামারা ব্লক এলাকার বরকাঠাল, এসরায়, ডুঙরাকামী, সুরেন্দ্রনগর সমেত বিস্তীর্ণ এলাকার যুবক-যুবতীরা নেশার করাল গ্রাসে ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গেছে। চুরাইবাড়ি চেকপোস্ট দিয়ে নেশা সামগ্রীগুলো রাজ্যে প্রবেশ করার পর শহর থেকে প্রত্যন্ত গ্রামের যুবক যুবতীদের হাতে নাগালে পৌঁছে যাচ্ছে। কিন্তু  এই নেশা কারবারি এবং নেশার রমরমা রুখতে পুরোপুরি ব্যর্থ সিধাই থানার পুলিশ। স্থানীয় মানুষদের দাবি নেশার থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।