দেশের বৃহত্তম নির্মাণ ও ধ্বংস বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করার প্ল্যান্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের বৃহত্তম নির্মাণকার্য ও ধ্বংসকে পুনর্ব্যবহারযোগ্য করার প্ল্যান্টের উদ্বোধন করেন। বর্তমানে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) দিল্লিকে ধ্বংসাবশেষ মুক্ত করে সুন্দর করার দিকে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে।

রবিবার, দিল্লি সরকার ধ্বংসস্তূপ ও বজ্রকে পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্টে নির্মাণ করার কাজ হাতে নিয়েছে। ধ্বংস থেকে সৃষ্ট ধ্বংসাবশেষ পুনর্ব্যবহার করতে দিল্লি এগিয়ে এসে গুরুতর পদক্ষেপ গ্রহণ করেছে। টাইলস, ইট এবং অন্যান্য পণ্য তৈরি করে পুনরায় ব্যবহার করার জন্য কাজ শুরু হয়। এই প্ল্যান্টের উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।এই উপলক্ষে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, আমাদের লক্ষ্য দিল্লিকে সুন্দর করা এবং এর জন্য সিএন্ডডি প্ল্যান্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্মাণ ও ধ্বংসের ধ্বংসাবশেষ যেমন টাইলস, ইট এবং অন্যান্য পণ্য এই প্ল্যান্টে আনা হবে যা পুনরায় ব্যবহার করা যাবে। প্রায় ৭ একর স্থান জুড়ে বিস্তৃত এই প্ল্যান্টটি দেশের বৃহত্তম প্ল্যান্ট। এই প্ল্যান্টে প্রতিদিন দুই হাজার টন সিএন্ডডি বর্জ্য পুনর্ব্যবহৃত করা যাবে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, এইভাবে ধ্বংসস্তূপ থেকে মুক্তি পাবে দিল্লি রাজ্য। সকল দিল্লিবাসীকে আমার আবেদন দিল্লি পরিষ্কার করতে তাদের এগিয়ে এসে অংশগ্রহণ করতে হবে।