আগরতলা, ৭ অক্টোবর : সম্পদ কর এবং বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার প্রতিবাদে আজ শহরে বিক্ষোভ মিছিল করেছে সদর জেলা কংগ্রেস কমিটি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রম করে। পরবর্তী সময়ে এক প্রতিনিধি দল আগরতলা পুর নিগমের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন।
তাঁদের অভিযোগ, বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে রাজ্যবাসীর কাঁধে অনৈতিকভাবে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এক লাফে আগরতলা পুরো নিগমের সম্পদ বৃদ্ধি যা কোনমতেই মেনে নেওয়া যাচ্ছে না। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে।
তাঁদের দাবি, অবিলম্বে সম্পদ কর বৃদ্ধি প্রত্যাহার করা হোক।

