বিলোনিয়া, ৭ অক্টোবর : ভারত বাংলা সীমান্ত কাঁটা তার হওয়ার পরেও সুরক্ষিত নয়, তা আবারো প্রমান করে দিল চার জন বাংলাদেশীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে। সীমান্তে কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশী আনা গোনা সহ মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে ভারত বাংলা সীমান্ত এলাকা গুলো তা নিয়ে উঠছে প্রশ্ন।
গতকাল গভীর রাতে ঋষ্যমুখ ব্লকের পুরাতন মতাই আশীষ মজুমদারের বাড়ি থেকে আটক করা হয়েছে চারজন বাংলাদেশীকে। সাথে বাড়ির মালিককেও আটক করা হয়েছে। ১০৯ নম্বর সীমান্ত রক্ষী বাহিনী ও ঋষ্যমুখ ফাড়ি পুলিশের যৌথ অভিযানে আশীষ মজুমদারের বাড়ি থেকে এই চার জন বাংলাদেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানোর পর জানতে পারে তাদের কাছে কোন বৈধ কাগজপত্র নেই। এরপর চার জন বাংলাদেশি সহ বাড়ির মালিক আশীষকে মতাই বিওপিতে নিয়ে আসার পর রাতেই ঋষ্যমুখ ফাঁড়ির পুলিশের হাতে চারজন বাংলাদেশীদের তুলে দেওয়া হয়েছে।
আজ সকাল সাড়ে দশটা নাগাদ মতাই পুলিশ ফাঁড়ি থেকে গ্রেপ্তার হওয়া চারজন বাংলাদেশের সহ বাড়ির মালিক আশীষ মজুমদারকে বিলোনিয়া থানাতে নিয়ে আসা হয়েছে। এর পর পুলিশ এ চারজন বাংলাদেশের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। তিন দিনে পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করে বাংলাদেশের সহ বাড়ির মালিক আশীষ মজুমদারকে ।
জানা যায়, মাথায় কাঁটাতার সীমান্ত দিয়েই অবৈধভাবে প্রবেশ করে এ চারজন বাংলাদেশী। গুজরাটের সুরাটে উদ্দেশ্যে যাওয়ার জন্যই বাংলাদেশ থেকে ভারতে আসে । তবে কি কারনে গুজরাট সুরাটে যাবে এ বাংলাদেশিরা তা জানা যায়নি । তিন দিনের পুলিশ রিমান্ড পেলে হয়তো সব তথ্য বেরিয়ে আসতে পারে এমনটাই ধারণা করছে আরক্ষা প্রশাসন ।