আগরতলা, ৭ অক্টোবর: মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন এক মহিলা। ঘটনায় বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল। ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে রাবার বাগান থেকে। মৃত মহিলার নাম সবিতা সাহা, বয়স আনুমানিক ৫৫ বছর।
জানা যায়, বাড়ির পাশের রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করে সবিতা সাহা। বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা প্রদীপ সাহার স্ত্রী সবিতা সাহা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন।এরই মধ্যে বাড়ির সকলের নজর এড়িয়ে এইদিন বাড়ির পাশের রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করেন সবিতা সাহা। পরে পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় মহিলা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।
মৃত মহিলার মেয়ের বক্তব্য সবিতা সাহা দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিল। পরিবারের কোন ধরনের অশান্তি ছিল না। রোগের কারনে মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সবিতা সাহা। তবে ময়না তদন্তের পর স্পষ্ট হবে খুন ,নাকি আত্মহত্যা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।