হাইলাকান্দিতে সাংস্কৃতিক মহাসংগ্রামের আবেদন পত্র আহ্বান

হাইলাকান্দি (অসম) ৭ অক্টোবর (হি.স.) : রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম – ২০২৩-২৪ আগামী ২৫ অক্টোবর, ২০২৩ ইং থেকে ৭ ফেব্রুয়ারী ২০২৪ ইং পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কার্যসূচীর অন্তর্গত অসমের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড, ভিসিডিসি, এমএসসি পর্যায়ে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইচ্ছুক প্রতিযোগীদের অফলাইনে আবেদন পত্র ১০ অক্টোবরের মধ্যে জিপি কার্যালয় অথবা পৌরসভা কার্যালয় অথবা খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে। এতে বয়স ভিত্তিক তিনটি গ্রুপ যথাক্রমে ১২ বছর থেকে ১৮ বছর, ১৯ থেকে ২৪ বছর ও ২৫ থেকে ৩৫ বছর বয়সের প্রতিযোগিরা একক সঙ্গীত কিংবা দলগত বিহু এবং পরম্পরাগত নৃত্যে অংশ গ্রহণ করতে পারবেন। এতে একক সঙ্গীতের মধ্যে রয়েছে জ্যোতি সঙ্গীত,বিষ্ণুরাভা সঙ্গীত, ভূপেন সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত।

এছাড়াও সর্বাধিক ১৫ জন নিয়ে দলগত ভাবে বিহু নৃত্য এবং অসমের পরম্পরাগত নৃত্য পরিবেশন করতে পারবেন প্রতিযোগিরা। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার নিয়মাবলির মধ্যে রয়েছে প্রতিযোগিতায় কোন ট্রাক ব্যবহার করা যাবে না।শুধু তবলা,হারমোনিয়াম এবং গিটারের সাথে সঙ্গত করতে হবে । এছাড়া যেকোনো বিভাগের গান শুধু মাত্র আয়োজকদের প্রদত্ত সূচী থেকে গাইতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজ ফটো,বয়সের প্রমাণপত্র, ঠিকানা ইত্যাদি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। আবেদন পত্র আগামী ১০ অক্টোবরের মধ্যে যাবতীয় তথ্য সহ জিপি কার্যালয়, পৌরসভা, খণ্ড উন্নয়ন কার্যালয়ে জমা দিতে হবে।

১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় তরফে অনলাইন রেজিষ্ট্রেশন করা হবে। সমবেত বিহুনৃত্য এবং পরম্পরাগত নৃত্যের জন্য নিয়মাবলী হচ্ছে নাচের দলে বাদক সহ ১৫ জনের বেশী হতে পারবে না। কোন ও ট্রেক ব্যাবহার করা যাবে না।সর্বাধিক ৩ মিনিটের মধ্যে গান শেষ করতে হবে। শুধু রাজ্য পর্যায়ে ৫ মিনিট গাওয়া যাবে। আবেদন পত্রে দলের গ্রুপ ছবি দিতে হবে বয়সের প্রমাণ পত্র সহ। বয়স ভিত্তিক তিনটি গ্রুপে একক সঙ্গীত সমবেত সঙ্গীতের জন্য আবেদন করতে হবে। নাচ ৫ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। রাজ্য পর্যায়ে ৭ মিনিট করে সময় পাওয়া যাবে। প্রতিযোগিতা শুরুর সূচী হলো যথাক্রমে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন স্থানে ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিধান সভা ভিত্তিক প্রতিযোগিতা ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। জেলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারী, ২০২৪ থেকে ২০ জানুয়ারী ২০২৪ পর্যন্ত এবং রাজ্য স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি থেকে ৬ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত। অংশ গ্রহণ কারী দের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। জিপি অথবা ওয়ার্ড ভিত্তিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী সবাইকে প্রশংসা পত্র প্রদান করা হবে।
বিধান সভা ভিত্তিক ও জেলা ভিত্তিক প্রতিটি বিভাগের বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারীকে প্রশংসা পত্র ও ট্রফি প্রদান করা হবে।রাজ্য স্তরে প্রথম স্থান অধিকারী নগদ ১ লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকার কারী ৭৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকার কারীকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে। সাথে থাকবে প্রশংসা পত্র ও ট্রফি। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রতিযোগিতা কে সফল করে তুলতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *