এশিয় গেমসে ভারতীয়দের সাফল্য নিয়ে এক্স হ্যাণ্ডেলে একগুচ্ছ প্রতিক্রিয়া মোদীর

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): এশিয় গেমসে ভারতীয়দের সাফল্য নিয়ে শনিবার এক্স হ্যাণ্ডেলে একগুচ্ছ প্রতিক্রিয়া দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি লিখেছেন, “এশিয়ান গেমসে ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের কাবাডি মহিলা দল সোনা জিতেছে! এই জয় আমাদের নারী ক্রীড়াবিদদের অদম্য চেতনার প্রমাণ। এই সাফল্যে ভারত গর্বিত। দলকে অভিনন্দন। তাঁদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আমার শুভকামনা।
তীরন্দাজ অভিষেক বর্মার একটি অসাধারণ কৃতিত্ব। কম্পাউন্ড আর্চারি পুরুষদের স্বতন্ত্র বিভাগে রৌপ্য পদক জেতার জন্য তাঁকে অভিনন্দন। তাঁর নৈপুণ্য এবং ক্রীড়া চেতনা উজ্জ্বল, এবং ভারত এই কৃতিত্ব দ্বারা রোমাঞ্চিত।