নুহ, ৭ অক্টোবর (হি.স) : হরিয়ানা জেলার নুহ শহরে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার নুহ শহরের কুন্ডলি-মানেসার-পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়েতে কয়লা বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ভাঙা ট্রাকের সংঘর্ষ বাঁধে। এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয় এবং তৃতীয় একটি ট্রাক সংঘর্ষের ফলে ফ্লাইওভার থেকে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের দেহ উদ্ধার করে।
শনিবার সকালে নুহ শহরের রোজকা মেও থানা এলাকার এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় চারজনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের মেরামতির কাজ করছিল চালক ও মিস্ত্রি। তখনই একটি কয়লা বোঝাই ট্রাক এসে ওই ট্রাকটিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
যে ট্রাকটি মেরামতি করা হচ্ছিল তার চালক ও মিস্ত্রি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টা করে দেহগুলি ট্রাকের ভেতর থেকে বের করে। ভাঙা ট্রাক দুটিকে ক্রেনের মাধ্যমে সরানো হয়েছে।

