মহারাষ্ট্রের পুনেতে গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ৪ জন

মুম্বই, ৭ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের পুনে জেলায় শুক্রবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি পাঁচ জনকে পিষে দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে, চার জন আহত হয়েছে। আহত চারজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশ্রামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মদ্যপ গাড়ির চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গাড়ির চালক উমেশ হনুমন্ত ওয়াঘমারে (৪৮ বছর) এবং গাড়ির মালিক নটরাজ বাবুরাও সূর্যবংশী (৪৪ বছর) অলকা চক এলাকায় জেড ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল। দুজনেই গাড়িতে মদ্যপ অবস্থায় ছিল। চালক উমেশ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পথচারী এক যুবককে ধাক্কা মারে এবং একটি দুচাকার গাড়িতে থাকা চারজনকে পিষে দেয়। ঘটনাস্থলেই পথচারী বিশ্বনাথ উপদের মৃত্যু হয়। গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।