BRAKING NEWS

মুখ্যমন্ত্রী ধমির সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ

দেরাদুন, ৬ অক্টোবর (হি. স.) : শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সময় উভয়ের মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের সভা ৭ অক্টোবর তেহরি জেলার নরেন্দ্র নগরে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিতে চলেছেন। তবে নির্বাচনী রাজ্য মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন না। এই বৈঠকেই যোগ দিতে শুক্রবার দেরাদুনে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *