দেহরাদূন, ৬ অক্টোবর (হি.স) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জুনিয়র সহকারীদের নিয়োগপত্র তুলে দেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শুক্রবার সচিবালয়ে পরিবহণ বিভাগের অধীনে জুনিয়র সহকারী পদের জন্য নির্বাচিত ১০ জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করেছেন।
এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি অধস্তন পরিষেবা নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচিত ১০ জন প্রার্থীর হাতে এই নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র প্রদানের পর মুখ্যমন্ত্রী সকল নির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ঈশ্বরের কৃপায় আপনারা সেবার ক্ষেত্রে কাজ করার সুযোগ পাচ্ছেন, সম্পূর্ণ সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সঙ্গে কাজটি করবেন। সম্পূর্ণ নিয়ম মেনে শৃঙ্খলা সহযোগে কর্মক্ষেত্রে যোগদানের সঙ্গে সঙ্গে নতুন জীবন শুরু করুন। জণগনের সেবা করার সুযোগ পেলে নিজেদের সামর্থ্য দিয়ে তা করুন।

