আপডেট…অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে প্ৰায় ৯০ লক্ষ টাকার ফে‌ন্সি‌ডাইল উদ্ধার, গ্রেফতার দুই

চুড়াইবাড়ি (অসম), ৬ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় পাচা‌রকালে নেশাজা‌তীয় কফ সিরাপ ফে‌ন্সি‌ডাইল বোঝাই ক‌ন্টেইনার ধরা পড়েছে করিমগঞ্জ (অসম) জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবাড়ি পুলিশ চেকপোস্টে। উদ্ধারকৃত নেশার কফ সিরাপগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ৯০ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। নেশাদ্ৰব্য পাচারের অভিযোগে গুয়াহাটির বাসিন্দা যথাক্রমে বাসু‌দেব দাস ও রাহুল দাসকে গ্রেফতার করেছে চুড়াইবাড়ি পুলিশ।

অসমের চুড়াইবাড়ি পু‌লিশ চেকপোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, আজ শুক্রবার ভোররাতে এএস ০১ এম‌সি ৮৫৮০ নম্ব‌রের এক‌টি ক‌ন্টেইনার (পণ্যবাহী লরি) গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় যাওয়ার প‌থে আন্তঃরাজ্য সীমান্তে আসে। এখানে লরি‌তে রুটিন তল্লা‌শি ক‌রেন কর্তব্যরত পু‌লিশকর্মীরা। তালাশিতে বি‌ভিন্ন পণ্য সামগ্রীর নীচ থেকে বেশ কয়েকটি বস্তা বের করেন তাঁরা। বস্তাগুলি থেকে নয় হাজার শিশি নেশার কফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কা‌লোবাজারে মূ্ল্য কমপক্ষে ৯০ লক্ষ টাকা হ‌বে। এর সঙ্গে গা‌ড়ির চালক ও সহচাল‌ককে আটক করে পুলিশ। ধৃ‌তদের নাম যথাক্রমে বাসু‌দেব দাস ও রাহুল দাস। উভ‌য়ের বা‌ড়ি গুয়াহা‌টি‌তে।

পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু ক‌রে‌ছে। ধৃত‌দের শ‌নিবার করিমগঞ্জে বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য নেশা পাচার চক্রের হদিশ বের করার চেষ্টা করেছে পুলিশ।