ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। ত্রিপুরার মেয়েরা আগামীকাল অন্ধ্রের মুখোমুখি হচ্ছে। রাজ্য দলের ফুটবলারদের লক্ষ্য একটাই। গ্রুপ লীগে প্রথম ম্যাচে চন্ডিগড় কে হারানোর মতো দ্বিতীয় ম্যাচেও প্রাধান্য বিস্তার করে খেলে জয়ের ধারা অব্যাহত রাখা। রক্ষণভাগ শক্ত রেখে আক্রমণ ভাগের খেলোয়াড়রা গোলের সন্ধানে সুযোগ খুঁজতে থাকলে কার্যত সাফল্য চলে আসতে পারে। জাতীয় জুনিয়র গার্লস ফুটবলে গ্রুপ লীগে ত্রিপুরা আপাতত শীর্ষে রয়েছে। প্রথম ম্যাচে চন্ডিগড়কে ৩-০ গোলে হারিয়ে রাজ্য দলের খেলোয়ারদের মনোবল যথেষ্ট তুঙ্গে। বৃহস্পতিবার দিনের অপার খেলায় অন্ধ্রপ্রদেশ তিন-এক গোলে পন্ডিচেরিকে হারিয়ে একটু এগিয়ে রয়েছে। অন্ধ্রের মেয়েদেরও ইচ্ছে রয়েছে সাফল্য অর্জনের। ওমেদ স্টেডিয়ামে আগামীকাল কোন্ দল কেমন খেলে তারই অপেক্ষায়। উল্লেখ্য আগামীকাল অপর ম্যাচে পন্ডিচেরি খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে।
2023-10-06

