নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। শুক্রবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এই বৈঠক হয়। মূলত বিরোধী জোট নিয়েই এই বৈঠক হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এ বিষয়ে কোনও দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার বিকেলের দিকে চারটি ছবি এক্স মাধ্যমে আপলোড করা হয়। সেই ছবিতে দেখা যায়, খোলামেলা আলোচনা করছেন খাড়গে, রাহুল ও শরদ পওয়ার। সূত্রের খবর, বিরোধী জোটের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে এনসিপি প্রধান শরদ পওয়ার শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন।

