প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা অতিশীর, এএপি নেত্রী বললেন সিবিআই ও ইডি-কে আমরা ভয় পাই না

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, “আমি প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, আইএনডিআই জোট এবং এএপি সিবিআই এবং ইডিকে ভয় পায় না।”

এএপি নেতা সঞ্জয় সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গে অতিশী বলেছেন, “তাঁরা সঞ্জয় সিংয়ের বাসভবন থেকে একটি পয়সাও খুঁজে পায়নি, কিন্তু তবুও তাঁকে বিজেপির ইডি গ্রেফতার করেছে। আমরা দেখছি, যে যে দলগুলি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কথা বলে তাঁদের বিরুদ্ধে ইডি, সিবিআই, আইটি অভিযান চালাচ্ছে।”
অতিশী আরও বলেছেন, “বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগ দ্বারা অভিযান চালানো হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী মোদী জানেন যে তিনি আসন্ন (২০২৪) লোকসভা নির্বাচনে হেরে যাবেন।”