ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।।রাজধানী আগরতলায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এর উদ্যোগে একদিকে যখন চলছে সিনিয়র ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট, ঠিক তখন রাজ্যের বিভিন্ন প্রান্তেও চলছে জমজমাট ফুটবলের লড়াই। মহকুমা ও প্রত্যন্ত এলাকায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফুটবলপ্রেমীদের উপস্থিতি অনেকটাই যেন হার মানছে আগরতলা শহরের সিনিয়র লিগ ফুটবল টুর্নামেন্ট। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত সবচেয়ে বড় টুর্নামেন্টে দর্শক যেখানে প্রায় হাতেগোনা, ঠিক তখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায় মহকুমা ও প্রত্যন্ত এলাকায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট গুলিতে। তা নতুন করে আরও একবার দেখা গেল বক্সনগর মিনি স্টেডিয়ামে। এই এলাকার নবনির্বাচিত বিধায়ক তফাজ্জল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার থেকে শুরু হলো আকর্ষণীয় প্রাইজের নকআউট ফুটবল টুর্নামেন্ট। বক্সনগর মিনি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১৬ টি দল। টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে আকর্ষণীয় ট্রফি সহ দেড় লক্ষ টাকা প্রাইজ মানি। রানার্স দল পাবে ট্রফি সহ এক লক্ষ টাকা। ফলে স্বাভাবিকভাবেই মোটা অংকের প্রাইজ মানির এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা দেওয়াটাই স্বাভাবিক। যা লক্ষ্য করা গেল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই। শুক্রবার দুপুরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টুর্নামেন্টের উদ্যোক্তা বিধায়ক তোফাজ্জল হোসেন সহ এক ঝাঁক বিজেপি রাজ্য ও স্থানীয় নেতৃত্ব। আনুষ্ঠানিক উদ্বোধনের পর টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ নেই কলম চৌড়া একাদশ ও পুটিয়া একাদশ। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে পুটিয়া একাদশ। প্রথমার্ধে পুটিয়া ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে উভয় দল আরো একটি করে গোল দেয়। ফলে নির্ধারিত সময়ের লড়াইয়ে বাজিমাত দেখালো পটিয়া একাদশ। এক ঝাঁক বিদেশি ফুটবলারের লড়াই উপভোগ করতে এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই প্রচুর সংখ্যক ফুটবলপ্রেমী হাজির ছিলেন ময়দানে। ফুটবলপ্রেমীদের এই উপস্থিতি যেন অনেকটা জানান দিল আগামী দিন টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই লড়াইটা হবে বেশ জমজমাট। আর এই জমজমাট ম্যাচ উপভোগ করতে ময়দানে উপস্থিত থাকবেন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক।
2023-10-06

