রাজ্যে প্রবেশের পথে ফের আটক নেশা সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর : ত্রিপুরায়  নিয়ে আসার প‌থে ক‌ন্টেনার বোঝাই নেশা জাতীয় কফসিরাফ ও ফে‌ন্সি‌ডিল ধরা পড়ল চুরাইবাড়ি বাজা‌রিছড়া এলাকায়। ঘটনার বিবরণে পু‌লিশ চেক গে‌টের ইনচার্জ প্রণব মি‌লি জানান যে ,শুক্রবার কাকভোরে এএস-০১-এমসি -৮৫৮০  নম্ব‌রের এক‌টি ছয় চাকার গৃহ সামগ্রী বোঝাই ক‌ন্টেনার গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় যাবার প‌থে রা‌জ্যের অ‌ন্তিম চেক গেট চুরাইবা‌ড়ি‌তে পৌঁছালে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি তল্লা‌শি ক‌রে কর্তব‌্যরত পু‌লিশ। এ‌তে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে বি‌ভিন্ন বস্তায় নয় হাজার বোতল ‌নেশা জাতীয় কফ সিরাফ উদ্ধার হয়েছে। যার কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক নয় লক্ষ টাকার মত হ‌বে। এ‌ কা‌ন্ডে গা‌ড়ির চালক ও সহচাল‌ককে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের নাম যথাক্রমে বাসু‌দেব দাস ও রাহুল দাস। উভ‌য়ের বা‌ড়ি গুয়াহা‌টি‌তে। পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।ধৃত‌দের শ‌নিবার আদাল‌তে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।