কংগ্রেস কোনও জাতীয় দল নয়, সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার পার্টি : জে পি নাড্ডা

হায়দরাবাদ, ৬ অক্টোবর (হি.স.): কংগ্রেস কোনও জাতীয় দল নয়, এটি আসলে সোনিয়া-রাহুল ও প্রিয়াঙ্কার পার্টি। কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার তেলেঙ্গানার হায়দারাবাদে, তেলেঙ্গানা রাজ্য কাউন্সিলের সভায় যোগ দিয়ে নাড্ডা বলেছেন, “জম্মু ও কাশ্মীর থেকে তামিলনাড়ু পর্যন্ত, এই সব দলই পারিবারিক দল, বিআরএস হল ”ভ্রষ্টাচার রিশবত সমিতি”। এটি একটি পারিবারিক পার্টি। কংগ্রেস জাতীয় দল নয়, সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার দল। একমাত্র রাজনৈতিক দল যা জাতীয় দল হিসেবে লড়াই করছে তা হল বিজেপি।”

নাড্ডা আরও বলেছেন, “আমরা যখন নির্বাচনে যাই, তখন আমাদের মনে রাখা উচিত যে আমরা সুসজ্জিত। আপনি নিজের সামনে জাতীয়, রাজ্য এবং স্থানীয় সমস্যাগুলির মুখোমুখি হবেন, নিজেদের উত্তর সম্পর্কে আমাদের স্পষ্ট হওয়া উচিত… বিজেপির প্রতিটি কর্মী তেলেঙ্গানার প্রতিটি গ্রামে গিয়ে বলতে পারেন যে দেশ, রাজ্য ও অঞ্চলের উন্নয়নের উত্তর বিজেপির কাছে রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *