বিলোনিয়া, ৬ অক্টোবর : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৯১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সাথে গাড়ির মালিককে আটক করা হয়েছে।
জানা যায়, বিলোনীয়ার মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের কাছে খবর আসে ০৩-পি-০৩৬৯ নম্বরের ইকো গাড়ী করে বড়পাথড়ি মাস্টার পাড়া থেকে কয়েক বস্তা গাঁজা পাচারের জন্য শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়েছে । খবর পাওয়ার সাথে সাথে মহকুমা এসডিপিও থানার পুলিশ নিয়ে বেরিয়ে ঋষ্যমুখ ব্লকের ঝরঝরি রাস্তার মাথায় উৎ পেতে বসে থাকে। রাত আনুমানিক সাতটা নাগাদ বিলোনীয়ার দিক থেকে আসা ইকো গাড়িকে দাঁড়ানোর জন্য পুলিশ সংকেত দেয়। পুলিশকে দেখা মাত্র ইকো গাড়ির চালক পালিয়ে যাওয়ার যেতে চেষ্টা করে। পুলিশ ইকো গাড়ির পিছু ধাওয়া করে। গাঁজা ভর্তি ইকো গাড়ি উত্তর সোনাইছড়ি থেকে রাজারাম বাড়ির দিকে ছুটতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে গিয়ে পড়ে যায়। পুলিশ ইকো গাড়ির চালক সুমন বিশ্বাস কে গ্ৰেপ্তার করে। এর পর ড্রজার নিয়ে পুকুর থেকে ইকো গাড়িটি তুলে বিলোনীয়া থানায় নিয়ে আসে। ধৃত ইকো গাড়ি চালক কে জিজ্ঞাসাবাদে সে জানায় বড়পাথরী মাস্টার পাড়ার সুব্রত চক্রবর্তী ত্তরফে বলাই এই গাঁজার মালিক।
ওই গাড়ি চালকের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা নেয় বিলোনিয়া থানার পুলিশ। আজ দুপুর বারোটা নাগাদ ইকো গাড়ির চালক সুমনকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে.