উদয়পুর, ৬ অক্টোবর (হি.স) : রাজস্থানের উদয়পুর থেকে হাওয়ালা কেলেঙ্কারিতে বাজেয়াপ্ত করা হল ১.৪৪ কোটি টাকা। বৃহস্পতিবার রাতে রাজস্থানের উদয়পুরের ৩টি থানার পুলিশ এবং ডিএসটি দল হাওয়ালা ব্যবসায়ীদের ঠিকানায় অভিযান চালিয়ে ১.৪৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। পুলিশ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ঘন্টাঘর এলাকার করজালি হাউস ও কোহিনুর কমপ্লেক্সে অভিযান চালিয়ে পুলিশ ১.৪৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এছাড়াও মোট সাতজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মতি চৌহাট্টায় করজালি হাউসের বাইরে প্রথম অভিযান চালানো হয়। এখানে ঘন্টাঘর ধানমন্ডি থানা ও ডিএসটির দল চার যুবককে আটক করে। এদের কাছ থেকে ১ কোটি ২১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। চারজনই এই ব্যাগটি নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখনই পুলিশ তাদের ধরে ফেলে।
এরপর ঘন্টাঘর থানা এবং ডিএসটি টিম ঘন্টাঘরের কোহিনুর কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এখানে তিন যুবকের কাছ থেকে ২২.৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

