নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : এবারে প্রতারণার অভিযোগ উঠল শংকর চৌমুহনীর বাজাজ ফাইনান্স অফিসের বিরুদ্ধে। অভিযোগকারী দেবব্রত দাস। ঘটনাকে কেন্দ্র করে থানায় এফ আই আর করেছেন তিনি। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার বিবরণে জানা গেছে, দেবব্রত দাস ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আবেদন করেন। তখন উনি জানতে পারেন বাজাজ ফাইন্যান্সে উনার নামে নাকি আগে লোন নেওয়া আছে। তবে উনার বক্তব্য এমন কোনো লোন তিনি নেননি। তবে কিভাবে তার নামে লোন নেওয়া হল তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তারপর উনি বাজাজ ফাইন্যান্সে এই বিষয়ে খোঁজ নিতে গেলে উনাকে এই বিষয়ে কোন তথ্য দিতে চান না অফিস কর্মীরা। উনাকে আজকাল করে ১০-১২ দিন ঘোরানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেষ পর্যন্ত তিনি কোন উপায় না পেয়ে দুর্গা চৌমুনী থানাতে এই বিষয়ে একটি একটি এফআইআর দাখিল করেন। উনি এখন চাইছেন যারা এইসব কাজের সঙ্গে যুক্ত তাদের হাতে যাতে কোন সাধারণ মানুষ উনার মতন প্রতারিত না হয়। এখন দেখার পুলিশ এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহন করে।