নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : গণধর্ষন মামলায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আমতলী থানা ঘেরাও করল স্থানীয়রা।
ঘটনার বিবরণে প্রকাশ, কিছুদিন আগে গনধর্ষন মামলার অভিযোগ করা হল আমতলি থানায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত কয়েক মাস আগে বাইপাসে কলেজ ছাত্রী গণধর্ষণ ও টাকা উদ্ধার মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছিল। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক বলে অভিযোগ। সেই মামলার মূল অভিযুক্ত প্রসেনজিৎ পাল, সে এখনও গ্রেফতার হয়নি। সে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। তাই ধৃত ৩ যুবকের পরিজনরা এদিন আমতলী থানায় গিয়ে প্রসেনজিৎ পালকেও গ্রেফতারের দাবি জানান। তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেন পুলিশ মূল অভিযুক্তকে হাতের নাগালে পেয়েও তাকে গ্রেপ্তার করা হচ্ছেনা । যদিও পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করার আশ্বাস দিলে এলাকাবাসীরা থানা ঘেরাও মুক্ত করে।