নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ অক্টোবর : তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নেতাজিনগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান এর শুভ সূচনা করেছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়। উপস্থিত ছিলেন পুরপিতা রূপক সরকার,সমবায় দপ্তর এর তেলিয়ামুরা সহ নিয়ামক প্রদীপ কুমার দাস,দপ্তরের প্রাক্তন যুগ্ম নিয়ামক নিখিল রঞ্জন চক্রবর্তী, সোসাইটির চেয়ারম্যান জয়ন্ত কুমার সাহা, তেলিয়ামুড়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নিতিন কুমার সাহা সহ অন্যান্যরা। এদিনের এই বার্ষিক সভায় বিগত বছরের আয় ব্যায়ের ক্ষতিয়ান এবং আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছেন তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির ম্যানেজার সমীর ভট্টাচার্য।
আলোচনা করতে গিয়ে উদ্ভোদক তথা অনুষ্ঠানের প্রধান অতিথি কল্যানী সাহা রায় বলেন ,তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং কো অপারেটিভ সোসাইটি লিমিটেড বর্তমানে একটি ন্যায্য মুল্যের দোকান, একটি কাপড়ের দোকান, একটি গোমতি মিল্ক আওটলেট, সার বিক্রয় কেন্দ্র ইত্যাদি রয়েছে। উন্নতি হচ্ছে তবে আরও বেশি করে কাজ করতে হবে। খুব শীঘ্রই সোসাইটির মাধ্যমে শপিং কমপ্লেক্স করার পরিকল্পনাও চলছে।
এদিন সোসাইটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয় মুখ্য সচেতক কল্যানী সাহা রায়ের হাতে। এছাড়াও দরিদ্র ও অভাবী লোকদের সাহায্য করার জন্য তেলিয়ামুড়া রোটারি ক্লাবের হাতে ৫,০০১ টাকা তুলে দেওয়া হয় সোসাইটির পক্ষ থেকে ।
2023-10-05

