ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর।। শ্বাসরুদ্ধ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ । অবশেষে ট্রাইবেকারে জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিল নেতাজী ক্রীড়া সংঘ। হাড্ডাহাড্ডি লড়াই করে এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দামছড়া স্পোর্টিং ক্লাব । বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় দেও ভ্যালী নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এদিন ফুটবল ম্যাচে মুখোমুখি হয় দামছড়া স্পোর্টিং ক্লাব বনাম নেতাজী ক্রীড়া সংঘ । ট্রাইবেকারে ৫–৪ গোলে দামছড়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নেতাজী ক্রীড়া সংঘ।সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে ঝিরঝির বৃষ্টি। এরই মধ্যে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার মাঠে দর্শক উপচে পড়েছে। তিল ধারণের জায়গা নেই। প্রশাসনের লোকেরা ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে।খেলার শুরু থেকে উভয় পক্ষের খেলোয়াড় দের মধ্যে ছিল টান টান উত্তেজনা ।খেলার প্রথমার্ধে উভয় দলের খেলোয়াড় একে অপরের উপর চাপে রাখে ২০ মিনিটের মাথায় দামছড়া দলের গোল রক্ষকের খামখেয়ালিপনার কারণে একটি গোল হজম করতে হয়েছে ।এর সুবাদে ১–০ গোলে এগিয়ে যায় নেতাজী ক্রীড়া সংঘ । এর পর দামছড়া স্পোর্টিং ক্লাব তাদের খেলার ছক পরিবর্তন করে গতি বাড়িয়ে দেয় ।ফলে প্রথমার্ধে শেষ মুহূর্তে দামছড়া একটি গোল করে খেলার সমতা ফেরায় । ১–১ গোলে প্রথমার্ধের খেলা শেষ হয় । দ্বিতীয়ার্ধে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত নেতাজী ক্রীড়া সংঘকে চাপে রাখে দামছড়া স্পোর্টিং ক্লাব । কিন্তু নেতাজী ক্রীড়া সংঘের গোল রক্ষক প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকার ফলে কোন গোল হয়নি । ভাল খেলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দামছড়া স্পোর্টিং ক্লাবকে ।