নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ অক্টোবর : একাকীত্বের সুযোগ নিয়ে গৃহবধূর উপর আক্রমণের অভিযোগ উঠেছে। আক্রান্ত গৃহবধূর নাম মিতা রানী পাল। ঘটনা ধর্মনগর থানাধীন বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে।
ঘটনার বিবরণে জানা যায়, স্বামী বিভূপাল ধর্মনগর বাজারে খাদ্যদ্রব্য ফেরি করে সংসার চালায়। তাই বিকেল থেকে রাত পর্যন্ত তাকে ধর্মনগর বাজারে ব্যস্ত থাকতে হয়। বৃহস্পতিবার তাদের ছেলেও বাড়িতে ছিল না। ঘরে একা ছিল মিতা রানী পাল। সে মশারি টাঙিয়ে মশারির ভেতর ঘুমাচ্ছিল। হঠাৎ করে সে বুঝতে পারে কে যেন তাদের ঘরে ঢুকে আলো নিভিয়ে দিয়েছে। তার বিছানায় গিয়ে তার চুলের মুঠি ধরে তার ওপর দৈহিক নির্যাতন শুরু করেছে। যাতে চিৎকার না করতে পারে তাই তার মুখ এক হাত দিয়ে বন্ধ করে রেখেছে বলেও অভিযোগ গৃহবধূর। মিতা রানী পাল ছটফট করতে থাকলে তাকে আক্রমণকারীর হাতে একের পর এক কামরাতে শুরু করে। গৃহবধূর চিৎকার শুনতে পেয়ে আশপাশের মানুষ ছুটে আসলে আক্রমণকারী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মিতা রানী পালকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে রাতেই নিয়ে আসা হয়। বর্তমানে সে ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ধর্মনগর থানা থেকে পুলিশ এসে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত চালাচ্ছে। দুর্গাপূজার প্রাক মুহুর্তে এরূপ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
2023-10-05

