কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে কথা বলবে তাঁকেই ইডি, সিবিআই-এর মুখোমুখি হতে হবে : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতারির তীব্র নিন্দা করলেন শিবসেনার (উদ্ধব ঠাকরে) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বৃহস্পতিবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় সিং দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে কথা বলবে তাঁকেই ইডি, আয়কর, সিবিআই-এর মুখোমুখি হতে হবে।

সঞ্জয় সিংকে গ্রেফতারি প্রসঙ্গে সঞ্জয় রাউত দাবি করেছেন, “এটা এখন শুধুমাত্র আম আদমি পার্টির কথা নয়, এটা আইএনডিআই জোট সম্পর্কেও। যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে… যে কেউ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলছে তাঁকে ইডি, আইটি এবং সিবিআইয়ের মুখোমুখি হতে হবে। আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি। আমার দল এবং আমি গতকাল যেভাবে সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছিল তার নিন্দা জানাই। আজ ডিএমকে-র একজন সাংসদের বাসভবনেও ইডি পৌঁছেছে, এমনটা চলতেই থাকবে, প্রধানমন্ত্রী যদি নিজেকে নির্দোষ মনে করেন, তাহলে তিনি কেন এগিয়ে এসে সংসদে দুর্নীতি নিয়ে আলোচনা করেন না?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *