নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৫ অক্টোবর : দুর্গাপূজার চাঁদার জুলুমবাজি নিয়ে কৈলাশহর পদ্মেরপাড় এলাকায় বৃহস্পতিবার পথ অবরোধ করেছে গাড়ি চালকরা। কমলপুর এবং উত্তর জেলার কদমতলা এলাকায় দুর্গাপূজার চাঁদা নিয়ে গাড়ির চালকদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। এমনকি এক ব্যক্তির একটি গাড়িও ভেঙ্গে দেওয়ার অভিযোগ রয়েছে। প্রত্যেক গাড়ির চালকের কাছে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হবে বলেও কদমতলা এবং কমলপুর এলাকায় একাধিক ক্লাবের সদস্যরা দাবি করে বলে অভিযোগ । তাই সুবিচারের দাবিতে সকল গাড়ির চালকরা একত্রিত হয়ে বৃহস্পতিবার সকালে কৈলাশহর পদ্মেরপাড় এলাকায় পথ অবরোধ করে। গাড়ির চালকরা এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা। যার ফলে যানজটের সৃষ্টি হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। ঘটনাস্থলে ছুটে আসেন ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা। উনারা এসে দীর্ঘ সময় গাড়ির চালকদের সাথে আলাপ-আলোচনা করেন এবং বলেন এই বিষয়টি উনারা গুরুত্ব সহকারে দেখবেন । এরপর উনাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় গাড়ির চালকরা। যদিও সমস্যার সমাধান না হলে আরো বৃহৎ আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন এদিন যানচালকরা ।
2023-10-05

