ভুবনেশ্বর, ৫ অক্টোবর (হি.স.): প্রকাশ্যে দুর্নীতি করাই আম আদমি পার্টির চরিত্র, আর ধরা পড়লেই তা নিয়ে রাজনীতি শুরু করে। বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। বৃহস্পতিবার সকালে ওডিশার ভুবনেশ্বরে এক সাংবাদিক সম্মেলন করেন সম্বিত, সেখানে তিনি আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন।
সম্বিত বলেছেন, “আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে গতকাল ইডি একটি আবগারি কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করেছে, প্রকাশ্যে দুর্নীতি করা আপ-এর চরিত্র এবং যখন তাঁরা ধরা পড়ে, তখন তা নিয়ে রাজনীতি শুরু করে।” সম্বিত পাত্র আরও বলেছেন, “মিডিয়া সূত্রের মতে, সঞ্জয় সিংয়ের বাড়ি থেকে পাওয়া অপরাধমূলক নথিগুলি আপ-এর শ্রেণীবিন্যাসের শীর্ষে থাকা কাউকে দোষী সাব্যস্ত করবে।”