নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ৪অক্টোবর : বন্যাপ্রাণী সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির উদ্যোগে ২রা অক্টোবর থেকে ৮ ই অক্টোবর সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
রাজনগর তৃষ্ণা অভয়ারন্য এলাকায়, বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন উপলক্ষে ২রা অক্টোবর বন্যাপ্রাণী সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য এই কর্মসূচি। তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির উদ্যোগে জে এফ এম সদস্য ও ইকো স্পেশালিস্ট কমিটির সদস্যদের নিয়ে সকাল সাতটায় একটি বাইক রেলি তৃষ্ণা অভয়ারন্যের জয়চাঁদপুর থেকে শুরু করে রাজনগর, রাধানগর, রাঙামুড়া, কাঠালিয়া, ভবানীপুর, নিদয়া, থলিবাড়ি, যশমুড়া, ভাতখলা বড়পাথড়ি হয়ে আবার জয়চাঁদ পুরে শেষ হয়।
এছাড়া গত মঙ্গলবার রাজনগর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষনের ওপর একটি সেমিনার আয়োজিত হয়, সেমিনারে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শিপুল পাল,সহকারী বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বন দপ্তরের কর্মীরা,আগামীকাল জে এফ এম সি ও ইকো ডেভেলপমেন্ট মেম্বারদের মধ্যে হবে চিত্তকর্ষক দড়ি টানা টানি প্রতিযোগিতা, ৮ ই অক্টোবর স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে সবাইকে নিয়ে বাটার ফ্লাই পার্কে বিতর্ক, কুইজ,বসে আঁকো প্রতিযোগিতা সম্পন্ন হবে, এছাড়া আগামী কয়দিন বন ও বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ে যে এফ এম সি ও ই ডি সি সদস্য দের মধ্যে নানা সচেতনতা মূলক নানা অনুষ্ঠান সম্পন্ন হবে।
,আরো একটি খুশির খবর এবছর রাজ্য ভিত্তিক বন ও বন্য প্রাণী সংরক্ষণ সপ্তাহ তৃষ্ণাতে হওয়ার সম্ভাবনা আছে বলে জানা যায়।