আগরতলা, ৪ অক্টোবর : লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা থানাধীন ছৈলেংটা বাজার বুদ্ধ মন্দির এলাকায় গোপন খবরের ভিত্তিতে ১৩.৫৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সাথে এক নেশাকারবারীকে আটক করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই গোটা লংতরাইভ্যালী মহকুমা জুড়ে ড্রাগসের মত মারণ নেশার রমরমা বাণিজ্য চলছিল। নেশা কারবারিদের জালে তুলতে তৎপর হয়ে উঠেছিলেন লংতরাইভ্যালী মহকুমার এসডিপিও সোনোচরণ জমাতিয়া। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছৈলেংটা থানাধীন তিলক পাড়ার বাসিন্দা ড্রাগস ব্যবসায়ীরডিক্সন চাকমা(২৩) কে আটক করেছে পুলিশ। তাকে গ্রেফতার করে ছৈলেংটা থানা নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।