BRAKING NEWS

এশিয় গেমসে সফল ভারতীয়দের ফের অভিনন্দন মোদীর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.) : এশিয় গেমসে সফল ভারতীয়দের ফের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার সন্ধ্যায় এক্স হ্যাণ্ডেলে তিন পর্যায়ে তিনি লিখেছেন, “এশিয় গেমসে পুরুষদের জ্যাভলিনে আমাদের অর্জন অসাধারণ। রৌপ্যপদকও ভারতে এল। অভিনন্দন কিশোর জেনা। ইভেন্টে এই দুর্দান্ত রৌপ্য জয়ের জন্য। জাতি এই বিজয়কে লালন করছে।

এশিয়ান গেমসে নীরজ চোপড়ার জন্য জ্যাভলিন থ্রোতে টানা দ্বিতীয় সোনা। এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য তাঁকে অভিনন্দন। এই দুর্দান্ত জয় তাঁর উত্সর্গ এবং বহু বছরের প্রশিক্ষণের ফল। তিনি যেন সাফল্যের নতুন উচ্চতায় আরোহণ করেন। তাঁর প্রতি শুভকামনা রইল।

এশিয়ান গেমসে রৌপ্য পদক জেতার জন্য ভারতীয় মহিলাদের ৪x৪০০ রিলে দলের জন্য আমরা গর্বিত৷ এই অসাধারণ পারফরম্যান্সের জন্য বিথ্যা রামরাজ, ঐশ্বর্য কৈলাশ মিশ্র, প্রাচি এবং সুভা ভেঙ্কটেসনকে অনেক অভিনন্দন। তাঁদের দৃঢ়তা, দৃঢ় সংকল্প এবং দলগত কাজ জাতিকে এই আনন্দ এনে দিয়েছে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *