জয়পুর, ৪ অক্টোবর (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যা বলে তা করেই দেখায়। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার রাজস্থানের জয়পুরে এক অনুষ্ঠানচক্রে নাড্ডা বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী সংস্কৃতি পরিবর্তন করেছেন, রিপোর্ট কার্ডের রাজনীতি শুরু করেছেন – আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা পূরণ করি।”
নাড্ডা আরও বলেছেন, বিজেপি যখন কোনও ‘সংকল্প পত্র’ প্রকাশ করে, এটি কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি আমাদের জন্য একটি লক্ষ্যের মতো যা আমরা অর্জন করতে চেষ্টা করি। নাড্ডার কথায়, দীর্ঘদিন ধরে, কংগ্রেস দল দেশ শাসন করেছে… তাদের নীতি ছিল প্রতিশ্রুতি দেওয়া, ভুলে যাওয়া এবং তারপর নতুন প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন করা… এটাই ছিল তাঁদের সংস্কৃতি।”