ঝাড়খণ্ডের গুমলায় ট্রাক গভীর খাদে পড়ে মৃত ২, আহত ৬

গুমলা, ৪ অক্টোবর (হি.স) : ঝাড়খণ্ডের গুমলায় বক্সাইট বোঝাই ট্রাক খাদে পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৬জন আহত হন।

বুধবার সকালে ঝাড়খণ্ড জেলার গুমলার বিশুনপুর ব্লকের নেতারহাট উপত্যকায় বক্সাইট বোঝাই ট্রাক পাঁচশো ফুট গভীর খাদে পড়ে যায়। ট্রাক গভীর খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ৬ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ট্রাকটি বক্সাইট বোঝাই করে কুজাম পাঠ থেকে লোহারদাগা যাচ্ছিল। ট্রাকে চালকসহ আটজন ছিল। নেতারহাট উপত্যকায় জোহান ডেরার কাছে গাড়িটি একটি সরু বাঁকের কাছ দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে খাদে পড়ে যায়। ট্রাকটি প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। মৃতদের নাম, জ্যোতিষ মুন্ডা ও সায়ুব মিয়াঁ। জ্যোতিষ মুন্ডা কোরকোটের বাসিন্দা এবং সায়ুব মিয়াঁ চাপতলির বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বিশুনপুর পুলিশ ও গুরদারি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে। আহতরা হলেন, নাদিম আনসারি, জনসন থিথিও, ডেভিড অসুর, নীলিমা অসুর, কমলা থিথিও, নওশাদ আনসারি। তাদের সকলকে খাদ থেকে বের করা হয়েছে। প্রত্যেককে বিষ্ণুপুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা করার পর সদর হাসপাতালে রেফার করে।