ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর।। লড়ছে ত্রিপুরার দাবাড়ুরা। জাতীয় অনূর্ধ্ব-১১ দাবা প্রতিযোগিতায়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হচ্ছে আসর। মঙ্গলবার সকালে আসরের পঞ্চম রাউন্ডরে খেলা হয়। ৫ রাউন্ডের শেষে সাড়ে ৩ পয়েন্ট পেয়ে লড়াইয়ে রয়েছে শাক্য সিনহা মোদক। বালক বিভাগে অপর দাবাড়ু মেট্রিক্স চেস আকাদেমির প্রাঞ্জল দেবনাথের পয়েন্ট আড়াই। বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস কিছুটা পিছিয়ে পড়েছে। ৫ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট আড়াই। সমসংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরার অপর দাবাড়ু অঙ্কিতা সরকারের পয়েন্ট এক। ৭ অক্টোবর পর্যন্ত ভাইজাগে রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে চলবে এই আসর।
2023-10-03