চিকিৎসক অথবা ওষুধের অভাব ছিল না: নান্দেদ হাসপাতালের ডিন; তদন্তের আশ্বাস মন্ত্রী হাসানের

মুম্বই, ৩ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের নান্দেদ জেলার ডাঃ শঙ্কররাও চাভান মেডিকেল কলেজ ও হাসপাতালে একদিনে মৃত্যু হয়েছে ২৪ জন রোগীর। ২৪ জন রোগীর মধ্যে ১২টি সদ্যোজাত শিশুও রয়েছে। এ প্রসঙ্গে হাসপাতালের ডিন ডাঃ শ্যামরাও ওয়াকোদে মঙ্গলবার সকালে জানিয়েছেন, ওষুধ কিংবা ডাক্তারের কোনও অভাব ছিল না। তাঁর কথায়, “গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৪ জন রোগী। গত ২৪ ঘন্টায় ১২টি শিশু (১-২ দিন বয়সী) মারা গিয়েছে। এসব শিশু বিভিন্ন রোগে ভুগছিল। প্রাপ্তবয়স্কদের মধ্যে, ৭০-৮০ বছর বয়সী ৮ জন রোগী ছিল। তাঁদের ডায়াবেটিস, লিভার ফেইলিউর, কিডনি ফেইলিউরের মতো বিভিন্ন সমস্যা ছিল। রোগীরা সাধারণত গুরুতর অবস্থায় এখানে আসে। ওষুধ অথবা ডাক্তারের অভাব ছিল না। রোগীদের যথাযথ যত্ন প্রদান করা হয়েছিল, কিন্তু তাঁদের শরীর চিকিৎসায় সাড়া দেয়নি যা মৃত্যুর কারণ।”

২৪ ঘন্টায় ২৪ জন রোগীর মৃত্যুর প্রেক্ষিতে মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ বলেছেন, “আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে এই বিষয়ে অবগত করেছি। আমি হাসপাতাল পরিদর্শন করব এবং চিকিৎসকদের একটি কমিটি গঠন করা হবে।” শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “মহারাষ্ট্রের স্বাস্থ্যের অবস্থা সবসময়ই ভালোর দিকে ছিল, কিন্তু গত এক বছর ধরে মহারাষ্ট্রের সমস্ত সরকারি দফতর ঠিক মতো কাজ করছে না। স্বাস্থ্যমন্ত্রী তো উদ্বিগ্নই নন, চিকিৎসকরাও কাজ করছেন না। স্বাস্থ্য বিভাগ এখন মহারাষ্ট্রের সবচেয়ে অবহেলিত বিভাগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *