আগরতলা, ৩ অক্টোবর: পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে আজ সকালে প্রতিবাদে লংতরাইভ্যালি মহকুমার ছাওমনু থেকে মনু যাওয়ার প্রধান সড়ক অবরোধে করলেন পূর্ব ছাওমনু দেবেন্দ্র কারবারি পাড়ার গ্রামবাসীরা অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
অভিযোগ, দীর্ঘ দিন যাবৎ পূর্ব ছাওমনু দেবেন্দ্র কারবারি পাড়ার পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে আছে।ফলে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের।এ বিষয় নিয়ে একাধিক বার প্রসাশনকে জানানো হলেও কোনো কর্নপাত করেননি। তাছাড়া, পূর্ব ছাওমনু দেবেন্দ্র কারবারি পাড়ার রাস্তা খুবই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়।বহু কষ্টে বছরের পর বছর জীবন যাপন করতে হচ্ছে তাঁদের।
অবশেষে আজ সকালে পথ অবরোধে বসেন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তারা অবরোধকারীদের সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তারা।